ফাহাদ আহমেদ মিঠু (সি আর) দৈনিক দেশ আমার রিপোর্ট:
রাজধানীর ডেমরা শান্তিবাগ এলাকার সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সামনে স্কুল গামী ছাত্রীদের উত্ত্যক্ত করায় ডেমরা যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ কিশোর গ্যাং গ্রুপের লিডার সিয়ামকে আটক করেছে র্যাব-১০।
আজ মঙ্গলবার ২৬ জুলাই র্যাব-১০ গোয়েন্দা শাখা চৌকস একটি দল সিয়ামকে আটক করে।
স্থানীয় এলাকাবাসী জানায়,সিয়াম এলাকার কিশোর গ্যং প্রধান, সিয়াম কোনাপাড়া হতে ফার্মের মোড় রাস্তা দুই ধারে ফুটপাতে হকারদের কাছ থেকে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি নামে চাঁদা তুুলে এবং ব্যাটারি চালিত অটো রিক্সার চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। র্যাবের হাতে আটক সিয়াম নিজেকে পুলিশের আইজিপি বেনজির আহমেদের ভাগ্নে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো।
মাতুয়াইল শান্তিবাগ,বাদশা মিয়া রোড, ফার্মের মোড়, ডগাইর এলাকায় শতাধিক উঠতি বয়সী ছেলেদের নিয়ে তার একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে।
সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। নিরীহ মানুষকে নানা সময়ে মাদক দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে অর্থ আদায় করত।
সিয়ামের আটকের খবর পেয়ে শান্তিবাগ এলাকায় মানুষের মাঝে আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। যাএাবাড়ী মাতুয়াইল শান্তিবাগ এলাকায় মানুষের শান্তি বিনষ্টকারী সিয়ামকে গ্রেফতার করায় র্যাব-১০ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।