নিজস্ব প্রতিবেদকঃ
গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের দিন চাঁদপুরের হাইমচরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ এর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় সাজানো মিথ্যে মামলা দিয়ে হাইমচরের ২ নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিপুল ভোটে বিজয়ী মেম্বার আমান উল্লাহ বেপারীকে হয়রানির অভিযোগ উঠেছে।
গত সোমবার (১৭ জানুয়ারি)আমান উল্লাহ বেপারীর সাথে যোগাযোগ করলে ভুক্তভোগী ইউপি সদস্য দাবি করেন,এই ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি তারই পরিপেক্ষিতে আমার ভালো চায় না এমন কিছু দুষ্কৃতকারী লোক আমার এবং আমার সর্মথকদের নাম জড়িয়ে হয়রানি করছে।
তিনি আরো ও বলেন,নির্বাচনের দিন ফলাফল ঘোষণার পর সাথে সাথে আমি এবং আমার সমর্থকরা চলে আসি তাহলে এখানে আমার নাম কীভাবে আসলো, হয়রানিমূলক এই মিথ্যা মামলার সাথে আমি কখনোই জড়িত নই।বিজয়ী মেম্বার হামলা করে এমন নজির কোথাও নেই। এ ব্যাপারে চাঁদপুর জেলা ও হাইমচর থানার আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সুদৃষ্টি কামনা ও হয়রানি বন্ধে হস্তক্ষেপ চান বলে তিনি জানান।
তিনি এ মামলা ও হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন।আমান উল্লাহ বেপারী বলেন,আমার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে জড়িত, আমি নিজে ও উপজেলা আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত রয়েছি এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার ফলে ও আমার নামে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই।
মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়রানি বন্ধে বিজয়ী ইউপি সদস্য আমান উল্লাহ জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করছেন।