শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,
আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর সুত্রাপুরস্থ শিংটোলা জামে মসজিদে বাদ জুম্মা মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি কামনায়
দোয়া করা হয়। পুরান ঢাকার ৪৩নং ওয়ার্ড যুবলীগ এ দোয়ার আয়োজন করে।
দোয়া ও মাহফিলে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবুসহ দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। আরো উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী মো.স্বপনসহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া ৪৩ নং ওয়ার্ড সকল মসজিদে বাদ জুম্মা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেক্রমে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ স্থানীয় সরকার পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ ও যুবলীগের বিভিন্ন দলীয় কর্মসূচিসহ মানবিক কাজে অংশ গ্রগণ করেন নিখিল। এরপর থেকেই গত কয়েকদিন ধরে হালকা জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করা হয়। গতকাল তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে যুবলীগের সাধারণ সম্পাদক মিরপুরের নিজ বাসায় আইসোলেশনে আছেন।
ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে জুম্মার নামাজ শেষে মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া করা হয়।