মোঃ হিমেল ভূইয়াঃ
ভালোবাসা সবার থাকে তবে ভিন্ন ভিন্ন ধরনের এর ভিতরে দেখা মিলেছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এর বরপা এলাকায় কবুতর প্রেমির ভালোবাসার মিলন। ভালোবাসার মাস কে ঘিরে বরপা পিজন ক্লাব(BPC) এর উদ্যোগে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের সভাপতি-মোঃ সুমন খান (পিজন লফট), সহ-সভাপতি আব্দুল গাফফার, সেগ্রেটারি- আইয়ুব হোসেন ভূইয়া, জয়েন সেগ্রেটারি – বাবুল মির, কেশিয়ার – রানা, সাংগঠনিক সম্পাদক- হিমেল ভূইয়া, প্রচার সম্পাদক – সোহেল প্রধান, ক্রিয়া সম্পাদক – সাব্বির, দপ্তর সম্পাদক- সোহাগ এবং ৫০ জন সদস্য ও সন্মানিত অতিথি তারাব পৌরসভা পিজন ক্লাব এর সভাপতি মোঃ খোকন ভূইয়া, ডেমরা পিজন ক্লাবের উপদেষ্টা মোঃ মোমেন ও বিভিন্ন এলাকার অতিথিদের নিয়ে রাত ৮ টায় অনুষ্ঠান শুরু হয়। এর ভিতরে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, বক্তব্যে তারা কবুতর পালন এর নানান ভালো ও খারাপ দিক তুলে ধরেছে। এর ভিতরে দেখা গেছে কবুতর পালন করে অনেকে শখে আবার অনেকে বানিজ্যিক ভাবে এবং যুবকদের উদ্দেশ্য বলা হয়েছে যে কবুতর বা পাখি পালনে উদ্যোগে নিয়ে সে কখনো কোনো মাদক বা বাজে নেশায় আক্রান্ত হবে না। মাদক এর নেশায় আক্রান্ত না হয়ে যুবকদের এইসব পাখি বা কবুতর পালনে অনেক ভালো অবদান রয়েছে বলে বক্তব্য রাখেন। আরো বলেন অভিভাবক দের উদ্দেশ্যে তাদের ছেলে বা মেয়েদের যারা অন্য বাজে নেশায় আক্রান্ত না হয় তাতে তাদের ছেলে মেয়েদের পাখি বা কবুতর এর প্রেমি বানালে তারা অই দিকে জাওয়ার সময় পাবে না ইত্যাদি আরো নানান বক্তব্য রাখেন ।