শরীফ আহমেদ ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রীক শেখ হাসিনাকে নিয়ে ‘অশালীন ও উস্কানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলার আবেদন করেছেন এক আওয়ামী লীগ নেতা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বৃহস্পতিবার রাতে ওই অভিযোগ দাখিল করেন বলে মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ জানান।
পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আমরা অভিযোগ রেখেছি। সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে এবং তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হলে তা ডিজিটাল নিরাপত্তা আইনে হবে।
রিয়াজ উদ্দিনের অভিযোগ,নামায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মাহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অজ্ঞাতনামা আরো অনেকের নাম এসেছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৬ ও ১৭ জুলাই প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে তারা ‘প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক’ বক্তব্য দেন। তাছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীকেও উদ্দেশ্যে করেও তারা ‘মানহানিকর বক্তব্য’ দেন বলে অভিযোগ করেছেন রিয়াজ উদ্দিন।
তার ভাষ্য, “তাদের এই ধরনের প্রচারের ফলে তাহাদের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন শ্রেণি বা সম্প্রাদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টিসহ দেশে অস্থিরতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। “তাহারা ঢাকা শহরের বিভিন্ন থানা এলাকায় জঙ্গি মিছিল বাহির করিয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী কুশপুত্তলিকা দাহ করে।