বিশেষ প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম সাইদার মালিথা (৫০)। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন। নিহত সায়েদুর হেমায়েতপুরের কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। পেশায় তিনি সোলার প্যানেলের ব্যবসায়ী ছিলেন।
দেশের জনগণ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে: খাদ্যমন্ত্রী দেশের জনগণ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে: খাদ্যমন্ত্রী
নিহতের পরিবার, এলাকাবাসী জানায়, জুম্মার নামাজের ঠিক কয়েক মিনিট আগে মসজিদের উদ্দেশে আসার সময় নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সঙ্গে নিয়ে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। তার সঙ্গীরা দৌড় দিয়ে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করে।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এ তথ্য নিশ্চিত করে ইত্তেফাককে জানান, ঘটনার সময় সবাই মসজিদে জুম্মা নামাজ আদায়ের জন্য আসছিলেন। এ সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন,পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে আছে। এ মুহূর্তে এর বেশি বলা সম্ভব হচ্ছে না। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।