শরীফ আহমেদঃ
রাজধানী ডেমরা থানার অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নবগঠিত ৭০ নং ওয়ার্ড ডেমরা থানা অর্ন্তভুক্ত একটি আওয়ামীলীগের সাংগঠনিক বলয় তৈরী হয়েছে।কিছু দিন আগে হয়ে গেল ডেমরা থানা আওয়ামীলীগ এিবার্ষিক সম্মেলন,স্হানীয় তৃন্যমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা উৎফুল্লে এর মধ্য দিয়ে ত্রিবার্ষিক সম্মেলন অনুস্ঠিত হয়েছে।
আওয়ামীলীগের তৃন্যমুল ইউনিট,ওর্য়াড কমিটি ও থানা কমিটি একটি তৃনমুল দলের চালিকা শক্তি।আর রাজনৈতিক দলের মহানগর হলো কেন্দ্রবিন্দু।তারই ধারাবাহিকতায় ৭০ নং ওয়ার্ড আওয়ামীলীগকে আরো সুদূরপ্রসারী সু-সংগঠিত করার জন্য ডেমরা ঐতিহ্যবাহী আমুলিয়ার সুন্যামধন্য ব্যাক্তিত্ব ও আওয়ামী লীগের দুঃসময়ে ত্যাগী ২০০১ সালে জামায়ত বিএনপির মুক্তিযুদ্ধে অপশক্তির বিরুদ্ধে সর্বদায় সোচ্চার ছিলেন ও আওয়ামীলীগের দুঃসময়ে দলকে অর্থ শ্রম লোকবল নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন,প্রবীন আওয়ামীলীগের জননেতা,মরহুম সফিউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান,বিশিষ্ট সমাজ সেবক, মার্জিত,সুশিক্ষিত,ভদ্র,সুশিক্ষিত,দানবীর,কর্মীবান্ধব নেতা,নির্ভীক,এলাকার আত্ন সামাজিক এলাকার উন্নয়ন এর জন্য সকলের কাছে সুপরিচিত প্রিয় ব্যাক্তিত্ব,বিশিস্ট ব্যাবসায়ী,যিনি সব সময় বঙ্গবন্ধু আর্দশকে বুকে লালন করে আওয়ামীলীগকে ভালোবেসে আজ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে নিজ এলাকায় জনগনকে সাথে নিয়ে ৭০ নং ওয়ার্ড আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং পুর্ব আমুলিয়া তথা পুরো ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন নিবেদিত দানবীর আওয়ামীলীগের যোগ্য নেতা হিসাবে নিজ এলাকায় ব্যাপক পরিচিত লাভ করেছেন জনাব,মোঃ মামুন সাহেব।
আমরা সাংবাদিকরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০ নং ওয়ার্ড সরজমিনে ঘুরে জানতে পারি,মোঃ মামুন সাহেব তিনি ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের তৃন্যমুলে নেতাকর্মীদের আস্হার ঠিকানা পরিনত হয়েছেন।বর্তমানে ৭০ নং ওয়ার্ডে সকল তৃন্যমুল নেতাকর্মীদের আশা আলোর প্রদ্বীপ হচ্ছেন মোঃ মামুন। দলের ৭০ নং ওয়ার্ড আওয়ামীলীগের জল্পনা কল্পনা নতুন নেতৃত্বে মোঃ মামুনকে আলোচনা কেন্দ্র বিন্দু,৭০ নং ওয়ার্ড সকল তৃন্যমুল আওয়ামীলীগের সকল নেতাকর্মী তাকিয়ে আসেন ঢাকা-০৫ আসনের ওর্য়াড কমিটি ও থানা কমিটির অনুমোদন দেওয়ার মহানগর ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত নীতি নির্ধারক কমিটির দিকে।
মোঃ মামুন সাহেব দেশের খ্যাতি সম্পন্ন ইউনিভার্সিটি ল্যাবটরিজ স্কুল থেকে মেধা তালিকা নিয়ে উর্ওীন হয়েছেন। পরবর্তীতে দেশের সুন্যামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে এইস,এস,সি সহ বিকম (অর্নাস পাশ কোর্স)উর্ওীন হন।পরে তিনি স্কলারশীর্প নিয়ে সিংগাপুর থেকে (ডিপ্লোমা এন্ড ডিপ্লোমা ইন ইংলিশ) এবং (ডিপ্লোমা এন্ড হায়ার ডিপ্লোমা ইন কম্পিউটার প্রোগ্রামার) উপর ডিগ্রী নিয়ে দেশে আসেন। পরে দেশে ফিরে পারিবারিক ব্যাবসা প্রতিষ্ঠান দেশের সুন্যামধন্য শিল্প প্রতিষ্ঠান সালিমার গ্রুপ এর বর্তমানে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।প্রতিবেদনে আরো জানা যায়,মোঃ মামুন সাহেব নিজ এলাকার ৭০ নং ওয়ার্ড বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেকে সেবক হিসাবে নিয়োজিত করেছেন।তিনি ডেমরা পুর্ব আমুলিয়ার আব্দুর রাজ্জাক কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা অবকাঠামো উন্নয়ন ও গরীব এতিম শিক্ষার্থীদের বিভিন্ন সময় অর্থ শ্রম দিয়ে যাচ্ছেন।তিনি ব্যাক্তিগত উদ্যগে আমুলিয়া পুর্ব পাড়া কবরস্থান জমি দান করেছেন ও উক্ত কবরস্থান কমিটি দাতা ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ডেমরা আমুলিয়া দ্বীপপুরে অবস্থিত ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রাজ্জাক হাই স্কুল এর অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ কাজে পরবর্তী স্কুলের উন্নয়নের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।তিনি দেশের বৈরী পরিস্থিতি করোনা-১৯ মহামারি কালিন ৭০ নং ওয়ার্ডের জনগনকে বিপুল পরিমাণ চাল,ডাল,তৈল,নিত্যসামগ্রী ও ব্যাক্তিগত ফান্ড থেকে নগত অর্থ বিতরন করেন।তিনি প্রতি ঈদে গরীব দুঃস্থ অসহায় এলাবাসীর জন্য সেমাই দুধ চিনি ও নগত অর্থ বিতরন করেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃমামুন সাহেব বলেন,আল্লাহ আমাকে অনেক সম্পদ দান করেছে,আমি আমার পিতা প্রবীন আওয়ামীলীগের নেতা মরহুম সফিউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান হয়ে এবং বঙ্গবন্ধু আর্দশকে বুকে লালন করে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্দশবান কর্মী হয়ে এলাকাবাসীর সেবা দিয়ে যেতে চাই। তিনি আরো বলেন,আমি পদ-পদবী সম্পদ ক্ষমতা জন্য আওয়ামীলীগের রাজনীতিতে আসিনি,আমি এসেছি আমার ৭০ নং ওয়ার্ড থেকে সন্তাস,মাদক,ভূমিদুস্যদের নির্মূল করে এলাকায় সাধারণ জনগনকে সেবা করে বাকী জীবন কাটাতে চাই।